জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরের কলকলিয়া- চন্ডিডহর সড়কে চলছে ভারী যানবাহন, ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসী

Jagannathpur Times Uk
এপ্রিল ৩, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান,

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া -চন্ডিডহর সড়কে ইট, বালু, পাথর ও সিমেন্ট বহনকারী ভারী যানবাহন চলাচলের কারনে এই অঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরকারি আইনে গ্রামীণ সড়ক দিয়ে ইট, বালু ও পাথর বহনকারী ভারী পরিবহন নিষিদ্ধ হলেও এ নিষেধাজ্ঞা মানছেন না সাদিপুর বাজারের এক বালু পাথর ও সিমেন্ট ব্যবসায়ী। এতে সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে স্থানীয় লোকজন সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত উপজেলা বা ইউনিয়ন বা গ্রামীণ সড়ক ব্যবহার করে কোনো ব্যক্তি ভারী যানবাহন দ্বার পরিবহন করতে পারবেন না। এ আইন লঙ্ঘন করলে অনধিক এক লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে।

সাদীপুর গ্রামের মতিউর রহমান জানান, ইট, বালু,পাথর বুঝাই ভারী যানবাহন চলাচলের কারনে কলকলিয়া – চন্ডিডহর সড়ক ভেঙে রাস্তায় ধুলা জমে গেছে। এখন শুষ্ক মৌসুম এ মৌসুমে ইট বালু বহনকারী যানবাহন চলাচল করায় ধুলা-বালু উড়তে থাকে। এ কারণে ওই রাস্তা দিয়ে পথচারীদের চলাচল করতে সমস্যা হয়।

এলজিইডি কার্যালয় সূত্রে জানাযায়, এলজিইডির গ্রামীণ পাকা সড়কগুলোর ধারণক্ষমতা বিচার করে তিন টনের বেশি মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিরুৎসাহিত করা হয়। এর বেশি ওজনের যানবাহন চলাচল করলে সড়কগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এরপর ও উক্ত সড়ক দিয়ে প্রতিদিন চলছে ভারী যানবাহন।

সাদিপুর গ্রামের বাসিন্দা কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাদিক হোসেন রাজু বলেন, সাদিপুর গ্রামের ফজল মিয়া সাদিপুর বাজারের একজন ইট,বালু,পাথর ও সিমেন্ট ব্যবসায়ী। তিনি কলকলিয়া- চন্ডিডহর সড়ক ব্যবহার করে ৫ টনের অধিক ইট, বালু, পাথর ও সিমেন্ট বোঝাই গাড়ি দিয়ে মালামাল পরিবহন করে থাকেন।

তিনি ছাড়া ও এই সড়ক দিযে প্রতিদিন মালামাল বোঝাই ভারী যানবাহন চলাচল করে থাকে যার ফলে আমাদের এলাকার একমাত্র যাতায়াতের সড়কটির অবস্থা এখন খুব ঝুঁকিপূর্ন। আমি উক্ত সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।