জগন্নাথপুর টাইমসবুধবার , ৯ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রতিস্থাপন করা জরায়ু থেকে প্রথমবার শিশুর জন্ম যুক্তরাজ্যে

Jagannathpur Times Uk
এপ্রিল ৯, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বেলাল আহমেদ বকুল, জগন্নাথপুর টাইমস ডেস্কঃ 

যুক্তরাজ্যে এবার অভূতপূর্ব ঘটনা ঘটেছে । এবার প্রতিস্থাপন করা জরায়ু থেকে প্রথমবারের মতো এক শিশুর জন্ম হয়েছে যুক্তরাজ্যে

মঙ্গলবার ( ০৮ এপ্রিল, ২০২৫)  লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসিয়া হাসপাতাল কর্তৃপক্ষ এই খবর দিয়েছে।

ওই শিশুটির মায়ের নাম গ্রেস ডেভিডসন। দুই বছর আগে তাকে তার বড় বোন জরায়ু দান করেছিলেন। এরপর গত ২৭ ফেব্রুয়ারি লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসিয়া হাসপাতালে অ্যামি নামের ওই মেয়েশিশুটির জন্ম হয়।

নবজাতকের জন্ম দেওয়া গ্রেস ডেভিডসন বলেন, আমাদের এ পর্যন্ত চাওয়া সবচেয়ে বড় উপহারটি আমরা পেয়েছি। গ্রেসের আশা, ভবিষ্যতে সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এটি একটি বিকল্প উপায় হয়ে উঠবে।

শিশুটির বাবা অ্যাঙ্গাস ডেভিডসন বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অ্যামিকে সত্যিকার অর্থে পাওয়ার এ যাত্রায় যারা আমাদের সাহায্য করেছেন, তাদের নিয়ে কক্ষটি পরিপূর্ণ হয়ে ছিল। ১০ বছর ধরে আমাদের আবেগ-অনুভূতি একরকম চাপা অবস্থায় ছিল।’

গ্রেস ডেভিডসনের বয়স ৩৬ বছর। রোকিটানস্কি-কাস্টার হাউসার নামে পরিচিত একটি বিরল শারীরিক জটিলতা আছে তার। জন্মের সময় থেকেই তাঁর জরায়ুটি নিষ্ক্রিয় ছিল।

গ্রেস যুক্তরাজ্যের প্রথম নারী, যাঁর শরীরে জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে। তার ৪২ বছর বয়সী বোন অ্যামি পার্ডি তাঁকে জরায়ুটি দান করেছিলেন। অ্যামির ১০ এবং ৬ বছর বয়সী দুটি মেয়ে আছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অক্সফোর্ড ট্রান্সপ্লান্ট সেন্টারে জরায়ুটি প্রতিস্থাপন করা হয়েছিল। অক্সফোর্ড ট্রান্সপ্লান্ট সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালস ফাউন্ডেশনের অংশ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।