আনসার আহমদ উল্লাহ,
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর টাইমস :
যুক্তরাজ্যের লন্ডনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে প্যালেস্টাইনের জন্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল ) সেন্ট্রাল লন্ডনের হর্স গার্ডস অ্যাভিনিউতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বিক্ষোভকারীরা যুক্তরাজ্যের গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগ বন্ধের দাবি জানানো হয়।
“শাট ইট ডাউন ফর প্যালেস্টাইন” শিরোনামের এই সমাবেশে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে তৃণমূল পর্যায়ের বিভিন্ন গোষ্ঠী একত্রিত হয়েছিল।
জয়েন ইয়ুথ ডিমান্ড, পাল পালস, প্রেয়ার্স ফর গাজা, থানেট ফর প্যালেস্টাইন, গ্রিনউইচ ফর প্যালেস্টাইন এবং বেঙ্গলিজ ফর প্যালেস্টাইন সহ বিভিন্ন কর্মী সংগঠনের জোট দ্বারা আয়োজিত এবং সমন্বিত এই বিক্ষোভের লক্ষ্য ছিল গাজায় চলমান সহিংসতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকার জন্য।
বিক্ষোভে বক্তিতা, স্লোগান এবং ব্যানারে যুক্তরাজ্য সরকারের অস্ত্র ব্যবসা এবং সামরিক সহায়তার নিন্দা জানানো হয়, যা বিক্ষোভকারীরা ফিলিস্তিনে মানবিক সংকটে সরাসরি দায়ী বলে তারা দাবি করেন।
ফিলিস্তিনের জন্য বাঙালিদের একটি বিশিষ্ট প্রতিনিধিদল সমাবেশে অংশ নিয়েছিল।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- রাজন উদ্দিন জালাল, জাভেদ আহমেদ, মো. শহীদ আলী, শফিক আহমেদ, এ কে এম চুন্নু, আহমেদ ফকোর কামাল, জালাল উদ্দিন, মাওলানা জিল্লু খান, রইস আলী এবং মো. খসরু।
তাদের উপস্থিতি যুক্তরাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ফিলিস্তিনের প্রতি বিস্তৃত সমর্থন ভিত্তি তুলে ধরে।
বিক্ষোভকারীরা সংঘাতে দেশটির জড়িত থাকার অবসান ঘটাতে অর্থপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ব্রিটিশ প্রতিষ্ঠানগুলির উপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।