নিজস্ব প্রতিবেদক, সুনামগন্জ :
সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নে নারী শিক্ষার উন্নয়নে দিলসাদ কালাম হাজেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা শ্রী কুমুদ চন্দ্র তালুকদারের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় সুনামগঞ্জ সদরের গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর আহমদাবাদ, এর দিলসাদ কালাম হাজেরা বালিকা উচ্চ বিদ্যালয়, মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুনামগঞ্জের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (গ্রেড-১) মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরলকবি, প্রভাষক মো.ফজলুল হক দোলন, প্রভাষক মো. দুলাল মিয়া, সুফিয়ান চৌধুরী, দিলীপ কুমার দাশ, কাজল তালুকদার, চয়ন তালুকদার, সুলেমান রেজা চৌধুরী ও জালাল উদ্দীন ফকির মেম্বার প্রমুখ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শামীম আহমদ পীর, হাফিজ সালমান, জহির হোসেন পীর, অভিভাবক সদস্য ফারুক আহমেদ, সুমন চৌধুরী প্রমুখ।
শিক্ষক পুরবী দাশ ও রুবেল আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন – প্রধান শিক্ষক তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তারা শ্রী কুমুদ চন্দ্র তালুকদারের শিক্ষার উন্নয়নে আন্তরিকতা ও দরদী হৃদয়ের ভূয়শী প্রশংসা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন । এ অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানানো হয় ।