জগন্নাথপুর টাইমসবুধবার , ১৬ এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে গোপাইখালী জলমহাল মিথ্যা তথ্য দিয়ে ইজারা গ্রহনের অভিযোগ দায়ের

Jagannathpur Times Uk
এপ্রিল ১৬, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে অবস্থিত গোপাইখালী জলমহাল। উক্ত জলমহাল ইজারা গ্রহনের জন্য আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি ও কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করেন।

আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি তীরবর্তী হওয়ার কারনে ইজারা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হয়। তখন আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করে কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতি। যার ফলে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতিকে ১৪৩২- ১৪৩৪ বাংলা সন মেয়াদে ইজারা প্রদান করেন।

কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতি কতৃর্ক দায়ের করা অভিযোগ মিথ্যা হওয়ার কারেন অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ইজারা বাতিল করতে ১৬ এপ্রিল বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সভাপতি মোঃ আলাল মিয়া । অভিযোগে তিনি উল্লেখ করেন,
জগন্নাথপুর উপজেলাধীন গোপাইখালী জলমহালটি ১৪৩২- ১৪৩৪ বাংলা সন মেয়াদে সাধারণ আবেদনের মাধ্যমে ইজারা পাওয়ার জন্য বিগত ২/১/ ২০২৫ ইং তারিখে অনলাইনে আবেদন করেন.। অপরদিকে সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সম্পাদক মোহাম্মদ কৌশল মিয়া ও আবেদন করেন। উভয় সমিতি তীরবর্তী নিকটবর্তীর বিষয়ে সরজমিনে তদন্ত করে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) আহমদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড গোপাইখালী জলমহলের তীরবর্তী হিসেবে প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদন দাখিলের পর কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক কৌশল মিয়া মিথ্যা অথ্য দিয়ে অন্যায় লাভের আশায় অভিযোগ দায়ের করে প্রতারনার আশ্রয় নিয়েছেন। কৌশল মিয়া অভিযোগে উল্লেখ করেন সি/আর ২৯২/২৩ মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জগনাথপুর সুনামগঞ্জ আমেদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে চলমান আছে। অভিযোগটি মিথ্যা এবং বানোয়াট। উক্ত মামলার বাদী রাসেল আহমদ তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নামের একটি এন জি ও এর জগন্নাথপুর শাখার ম্যানেজার। তিনি মামলাটির দায়ের করেন জগনাথপুর উপজেলার জগনাথপুর গ্রামের রনি রায়ের বিরুদ্ধে।

উক্ত মামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। কৌশল মিয়ার অভিযোগে উল্লেখিত সি আর ২৮২/২৩ মামলাটি জেলা গোয়েন্দা শাখা সুনামগঞ্জের তদন্তকারী কর্মকর্তা আমাদের বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত হয় নাই মর্মে প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী বিজ্ঞ আদালতে নারাজি আবেদন করেন, আদালত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব পি বি আই সিলেট কে নির্দেশ প্রদান করেন। পি বি আই র তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বাদী আমাদেরকে হয়রানি করার নিমিত্ত ও গোপাইখালী জলমহাল জোরপূর্বক দখল করিয়া অন্যায় লাভের আশায় আমি সহ অন্যান্যবিবাদীদের বিরুদ্ধে অত্র মামলা আনয়ন করিয়াছেন বলে প্রতিয়মান হয় বলে ২৭/৩/২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ আলাল মিয়া জানান, কুবাজপুর সূর্যের আলো
মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ কৌশল মিয়া মিথ্যা তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গোপাইখালী জলমহাল ইজারা গ্রহন করে। আমি সঠিক তদন্ত করে ন্যায় বিচারের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।