আব্দুর রহিম, ঢাকা থেকে :
ফজলে ওয়ালী আহমেদ চলতি মাসেই মালেশিয়ায় স্কোয়াশের লেভেল:২ কোচিং-এ অংশ গ্রহণ করতে যাচ্ছেন ।
বাংলাদেশের অন্যতম পেশাদার স্কোয়াশ প্লেয়ার ও কোচ (ডব্লিউ এস এফ লেভেল-১) ফজলে ওয়ালী আহমেদ আগামী ২৭ এপ্রিল থেকে ০২ মে ২০২৫ পর্যন্ত মালয়েশিয়ান স্কোয়াশ ফেডারেশনে ব্যবস্থাপনায় আয়োজিত ডব্লিউ এস এফ লেভেল-২ স্কোয়াশ কোচিং কোর্সে অংশগ্রহণ করবেন।
তিনি প্রথম বাংলাদেশী স্কোয়াশ কোচ যিনি ডব্লিউ এস এফ লেভেল-২ স্কোয়াশ কোচিং কোর্সে অংশগ্রহণ করতে যাচ্ছেন। সাফল্যের সাথে কৃতকর্য হলে তিনি উপমহাদেশের এলিট স্কোয়াশ কোচ গ্রুপের সদস্য হবেন।
উল্লেখ্য ওয়ালী আহমদ একজন স্কোয়াশ সংগঠকও বটে। বাংলাদেশে স্কোয়াশ খেলার প্রসারে বিভিন্ন ভাবে অংশগ্রহণের পাশাপাশি প্রতিবছর চট্টগ্রামে আল আরাফাহ ইসলামী ব্যাংক স্কোয়াশ প্রতিযোগীতা স্পন্সর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ খেলা চালু ও সমন্বয় করে থাকেন।
ফজলে ওয়ালী আহমেদের এ নান্দনিক যাত্রায় সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন- বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক – ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি, এনডিসি, পিএসসি, এমবিএ, এমডিএস, এম ফিল (অবঃ)।