জগন্নাথপুর টাইমসরবিবার , ২০ এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগ ও সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন

Jagannathpur Times Uk
এপ্রিল ২০, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগ ও সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পৃথক পৃথকভাবে দুটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক মো. ফরিদ আহমদ।

সভাপতিত্ব করেন বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ছুরাব আলী।
সভায় সিলেট সরকারি মদন মোহন কলেজের লে. মো. মনিরুল ইসলামকে আহবায়ক, কানাইঘাট সরকারি কলেজের মো. আজাদ উদ্দিন ও আব্দুল হাই ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক এবং আমিনুজ্জামান বক্সকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।

এদিকে কানাইঘাট সরকারি কলেজের মো. ফরিদ আহমদকে আহবায়ক, গোয়াইনঘাট সরকারি কলেজের ফারুক আহমদকে যুগ্ম আহবায়ক এবং ঢাকা দক্ষিণ সরকারি কলেজের একেএম মাদমুদুল আলম মারুফকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

নব-গঠিত কমিটির মাধ্যমে দায়িত্বশীলগণ সরকারি কলেজ শিক্ষকদের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।