জুবায়ের আহমদ, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
আইসিটি ট্রাইবুনালে ও অসাংবিধানিক ও অবৈধ সরকারের ঘৃণতম মধ্যযুগীয় জঘন্য কার্যক্রমের প্রতিবাদে এবং অসাংবিধানিক বেআইনি প্রহসনমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে লন্ডনে বিক্ষোভ সমাবেশ ও লন্ডনন্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এম পি , সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব , সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত প্রবাসী বাঙালিরা সমাবেশে উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী ও হরমুজ আলী মাস্টার ,যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, তারিফ আহমদ, আস ম মিসবাহ, এম এ করিম, মেহের নিগার চৌধুরী, সৈয়দ ছুরুক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল
আইসিটি ট্রাইবুনাল প্রত্যাহার ,বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা সহ সব ধরনের মামলা প্রত্যাহার এবং জবর দখলকারী অবৈধ ইউনূসের অবিলম্বে পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি লন্ডনস্থ হাইকমিশনের মাননীয় হাইকমিশনার বরাবর প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি