জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

Jagannathpur Times Uk
এপ্রিল ২৪, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান, জগন্নাথপুর টাইমস :

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। সবশেষ গত গত দুই তিন দিন যাবত পৌরশহরসহ পুরো উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বরইকান্দি থেকে জগন্নাথপুরের বিদ্যুৎ সরবরাহ করা হয়৷ জগন্নাথপুর থেকে সিলেট বরইকান্দির দূরত্ব প্রায় ৪৫ কিলো মিটার। দূরত্ব বেশী হওয়ার কারনে রক্ষণাবেক্ষণে ও সমস্যা সৃষ্টি হয়।

এদিকে বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহক সেবায় উদাসীনতা, কর্তব্য অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠেছে। তাদের গাফিলতির কারণে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে সচেতন নাগরিকেরা জানান। গ্রাহক অভিযোগ কেন্দ্রে বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মীরা বলেন, কোথায় ফল্ট হয়েছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে তা বলতে পারছি না।

পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ তকব্বুর মিয়া বলেন, দিন-রাতে দফায় দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চলমান এস এস সি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা ।

এ ব্যাপারে জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীর কার্যালয় সূত্র জানান, গ্রিড আবহাওয়াজনিত কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এছাড়া পর্যাপ্ত লোকবলের অভাবে লাইনের ক্রুটি মেরামতে বেগ পেতে হয়। উপজেলাবাসী বিদ্যুৎ বিভ্রাটের দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করছেন।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।