জগন্নাথপুর টাইমস ডেস্ক :
এসআইইউ ইংরেজি বিভাগের ওয়েবিনার
শেক্সপিয়র এক গ্যালাক্সির মতো- প্রফেসর মোহীত উল আলম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ আয়োজিত ওয়েবিনার ‘মেন্টর টক’ এ আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নিয়ে সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক প্রফেসর ড. মোহীত উল আলম বলেছেন, শেক্সপিয়র আসলে গ্যালাক্সির মতো।
মানবচরিত্রের নিগুঢ় রহস্য বিশ্লেষণে শেক্সপিয়র এখনো প্রাসঙ্গিক। বিশেষ করে তাঁর রচনায় অর্থ,বিত্ত প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বিষয়গুলো আজও আমাদের ভাবনার খোরাক জোগায়। তাঁর জীবন দর্শন এখনো ভাবায় যেকোনো অনুভূতিশীল মানুষকে। ফলে শেক্সপিয়রকে শুধুমাত্র সিলেবাসে আটকে রাখা যায়না। রচনার বিচিত্রিতা এবং ভাবের গভীরতা দিয়ে তিনি ক্লাসরুম-থিয়েটার থেকে ছড়িয়ে গেছেন মানুষের মন ও ভাবের গহীনে।
গতকাল শুক্রবার ২৫ এপ্রিল রাতে অনলাইন প্লাটফর্ম জুমে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ‘শেক্সপিয়র এন্ড মানি: এ নিউ ইকোনমিক এনালাইসিস’ শীর্ষক এ ওয়েবিনারে প্রখ্যাত এ শেক্সপিয়র বিশেষজ্ঞ আরও বলেন, বর্তমান প্রজন্মকে শেক্সপিয়র গবেষণায় আরও বেশী মনোযোগী হতে হবে। তাঁর নাটকে নারী চরিত্রের নানাদিক, ক্ষমতার সাথে অর্থের সংযোগ ইত্যাদি নানা বিষয় নিয়ে গবেষণার সুযোগ আছে।
এসআইইউ ইংরেজি বিভাগের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রফেসর মোহীত বলেন, ভাবের আদান প্রদান ছাড়া জ্ঞান পূর্ণতা পায় না। এসব আয়োজন শিক্ষার্থী মানসিক উৎকর্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শেক্সপিয়রের বহু প্রশ্নের উত্তর আজও মিলেনি। নিত্যনতুন গবেষণার মাধ্যমে সেগুলো তুলে আনতে হবে।
শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি জ্ঞানের বিচিত্র ধারার সাথে সংযুক্ত করতে এসআইইউ ইংরেজি বিভাগের নিয়মিত আয়োজন ‘মেন্টর টক’ এর অষ্টম আসর ছিল এটি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহা। প্রাণবন্ত এ আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি দেশের নানাপ্রান্ত থেকে সাহিত্যানুরাগীরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি