মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা রাজ্য নির্বাচনে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) প্রার্থী হয়ে দ্বিতীয়বারের মত জেলা প্রতিনিধি হিসাবে বাজিমাত দেখিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন।
রবিবার (২৭ এপ্রিল ২০২৫ খ্রি) নির্বাচনে বিজয় লাভ করেন মাহমুদুর রহমান নয়ন।
নয়ন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমানের পুত্র। তাদের আদি নিবাস বাংলাদেশের ভোলা জেলার লালমোহনে।
নয়ন ২০২০ সালে ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহন করে ২৩ নং ডিস্ট্রিক কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
মাহমুদুর রহমান নয়ন হায়ার টেকনিক্যাল কলেজে ছাত্রাবস্তায় ২০১২-২০১৩ সনে সমগ্র অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্ট এর ভোটে নির্বাচিত হয়ে নেতৃত্ব দেন।
নয়নের এ অর্জনে অস্ট্রিয়ার বসবাসরত বাঙালি বাংলাদেশীরা আনন্দিত ও গৌরবান্বিত।