জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
এপ্রিল ২৯, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় এ সমিতি এগিয়ে যাবে সুন্দর ভবিষ্যতের দিকে —সুনামগঞ্জ সমিতি, সিলেটের আলোচনায় বক্তারা একথাগুলো বলেন ।

গত ২৬ এপ্রিল ২০২৫, সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর কার্যনির্বাহী কমিটির সভাটি চমৎকার সৌহার্দ্যপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ইফতার মাহফিল-২০২৫ এর হিসাব এবং সমিতির ভবিষ্যৎ গতিপথ ও উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এই ধারাবাহিকতা বজায় থাকলে সমিতি সহজেই তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় সমিতির কয়েকজন সম্মানিত সদস্যের ব্যক্তিগত অর্জনে উপস্থিত সদস্যগণ তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

যাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়— অ্যাডভোকেট মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), মোঃ খছরুজ্জামান, অধ্যক্ষ, তাজপুর ডিগ্রি কলেজ, লে. অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, আহ্বায়ক, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সিলেট বিভাগ),  মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট জেলা প্রতিনিধি, দৈনিক ডেসটিনি।

তাদের এই অর্জনে সমিতির সদস্যগণ গর্ব ও আনন্দ প্রকাশ করেন এবং উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সকল স্তরের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার জন্য সভাপতি মহোদয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।