জগন্নাথপুর টাইমসসোমবার , ৫ মে ২০২৫, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ল এসোসিয়েশন ইউকের ১২তম এজিএম অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
মে ৫, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান খালেদ, জগন্নাথপুর টাইমস ডেস্কঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন বাংলাদেশ ল এসোসিয়েশন ইউকের ১২তম বার্ষিক সম্মেলন ও নির্বাচন ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় ইস্ট লন্ডনের দ্য অ্যাট্রিয়াম ভ্যেনুতে অনুষ্ঠিত সভায় এতে বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমান অনুষ্ঠানটির নিদের্শনায় অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, তাঁদের পরিবারবর্গ, অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ছিলো মিলনমেলা, স্মৃতিচারণা, আনন্দ-বিনিময় এবং একে অপরের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের উচ্ছ্বাস। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, প্রাক্তন সভাপতি ও সেক্রেটারিরা, কার্যনির্বাহী পরিষদের সদস্য, ব্যারিস্টার, সলিসিটর, আইনজীবী, বিচারক, বিভিন্ন পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন খালিদ ইয়াহইয়া। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদায়ী সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিক শুভেচ্ছা বক্তব্য দেন এবং বিদায়ী সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমান সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট ঝুমুর দত্ত।

বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য বারোজন অ্যালামনাইকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ ফুলেল সম্মাননা প্রদান করা হয়।

প্রাক্তন সভাপতিদের মধ‍্যে কমিউনিটির সুপরিচিত আইনজীবী ব‍্যরিষ্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর, ব‍্যরিষ্টার ওয়াশিফুর রহমান তালুকদার হাবুল, ব‍্যরিষ্টার নিজামুল হক, ব‍্যারিষ্টার মোঃ আবুল কালাম, ব‍্যরিষ্টার এনামুল হক এবং ব‍্যরিষ্টার মোঃ কামরুল হাসান (এমকি হাসান) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের জন্য একটি বিশেষ সেগমেন্ট আয়োজন করা হয়। যেখানে তাদের অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে উপহার প্রদান করা হয়। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব ও সেবার চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়ক হবে বলে আয়োজকেরা উল্লেখ করেন।

ব্যারিস্টার নুরুল আমিন, অ্যাডভোকেট সাবেরা একরাম এবং কাউন্সিলর মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করেন।

নতুন কার্যনির্বাহী কমিটির জন্য ব্যারিস্টার মুহাম্মাদ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী আফরিন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন ও দায়িত্ব গ্রহণ করেন। এই ইভেন্টে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । মিলন, ব‍্যরিষ্টার কেজিবি  কনক এবং ব‍্যারিষ্টার এমকিউ হাসান গান পরিবেশন করেন।

এছাড়াও, সংগঠনের গঠনতন্ত্র নিয়ে একটি বিশেষ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যা সদস্যদের মধ্যে গণতান্ত্রিক চেতনার পরিচায়ক হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, খালিদ ইয়াহইয়া ও সাদিয়া আইরিন অন্তরা। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।