আনসার আহমেদ উল্লাহ,
বিশেষ প্রতিনিধি, গন্নাথপুর টাইমস :
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষ্যে লন্ডনে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ মে পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি ও বামপন্থী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সলিসিটর শাহরিয়ার বিন আলী। বক্তব্য রাখেন, আর এম টির সভাপতি অ্যালেক্স গর্ডন, মর্নিংস্টারের প্রধান সম্পাদক বেন চাকো, লেখক ডেভিড রোজেনবারগ এবং মাইগ্রেন্ট ভয়েসের ডিরেক্টর নাজেক রামাদান।
বাংলাদেশি বামপন্থী নেতাদের মধ্যে বক্তব্য দেন, সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি অ্যাডভোকেট আবেদ আলী আবিদ, বাসদ (মার্ক্সবাদী) নেতা মোস্তফা ফারুক, ওয়ার্কার্স কাউন্সিলের সহসভাপতি ড. আখতার সোবহান খান, উদীচীর সাধারণ সম্পাদক সেলিনা শফি প্রমুখ।
সমাবেশে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়ন, ইমিগ্রেশন ব্যবস্থা সহজ করা, স্কিল ভিসার স্পন্সর-ফ্রি ব্যবস্থা, ভিসা ফিস কমানো, আবাসন সমস্যা সমাধান, এনএইচএস সেবার সহজীকরণ এবং বর্ণবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার দাবি জানানো হয়।
বাংলাদেশে কৃষি শ্রমিক, চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার প্রতি সমাবেশে সংহতি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠী এবং সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিল্পীরা গণসংগীত ও নৃত্য পরিবেশন করেন।