জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৮ মে ২০২৫, ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীতে অপরাধ বৃদ্ধি: গ্রেটার বালুচর এ্যাসোসিয়েশন ইউকের উদ্বেগ

Jagannathpur Times Uk
মে ৮, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এম আর খালেদ , জগন্নাথপুর টাইমস ডেস্কঃ 

সিলেট নগরীতে অপরাধ প্রবণতা বৃদ্ধি: গ্রেটার বালুচর প্রবাসী সোস্যাল এ্যাসোসিয়েশন ইউকের উদ্বেগ প্রকাশ ।

সিলেট মহানগরীর গ্রেটার বালুচর এলকায় ইদানিং চুরি, ডাকাতি ও ছিনতাই সহ অপরাধ প্রবণতা বৃদ্ধিপাওয়াতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিশেষ করে সন্ধ্যা নামার সাথে সাথেই প্রতিদিন ঘটছে ছিনতাই। এছাড়াও মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি বাসা বাড়িতে পর পর কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্তির অবনতি ও পুলিশের নিষ্ক্রিয়তার কারনে দেশব্যাপী এমনটি ঘটছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্তির অবনতিতে ব্রিটেনে বসবাসরত প্রবাসীরাও এনিয়ে উদ্বিঘ্ন।

মঙ্গলবার  (৬ মে ) লন্ডন সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের ব্যালেন্স রোডের একটি রেষ্টুরেন্টে ‘‘গ্রেটার বালুচর প্রবাসী সোস্যাল এ্যাসোসিয়েশন ইউকের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হুসাইনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন মিন্টু, সহ -সভাপতি সৈয়দ সুহেল আহমেদ, সহ-সভাপতি ছালেহ আহমেদ,  যুগ্ম-সম্পাদক- অধ্যাপক সাজিদুর রহমান, নির্বাহী সদস্য মহানুজ্জামান চৌধুরী , অর্থ সম্পাদক ফয়েজুর রহমান , সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ ।

সংগঠনের কার্যকরী কমিটির এই সভায় আলোচকরা বলেন- বিশেষ করে প্রবাসীদের বাসাবাড়ি টার্গেট করে চুরি, ডাকাতি ও ছিনতাইর ঘটনা ঘটছে বেশী। এমনকি প্রবাসীদের বাসাবাড়িতে এসে এক শ্রেণির লোক বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করছে। সংগঠনের পক্ষ থেকে গ্রেটার বালুচর এলাকায় এহেন পরিস্তিতে যথাযত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন প্রবাসীরা। প্রবাসী নেতৃবৃন্ধ মনে করেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এব্যাপরে জরুরী ব্যবস্থা গ্রহণ করবেন।

আলোচকবৃন্দ বলেন- একটি চক্র এর সাথে জড়িত। এরা সময়ে সময়ে নিজদের রুপ পরিবর্তন করে নিজদের স্বার্থ হাসিল করতে দলবদল করে। এদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবেন।

 

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।