জগন্নাথপুর টাইমসসোমবার , ১২ মে ২০২৫, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ ব্যবস্থা চালু করছে মালয়েশিয়া

Jagannathpur Times Uk
মে ১২, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান,

জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক:

ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ ব্যবস্থা চালু করছে মালয়েশিয়া। প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করতে চলেছে মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

রবিবার (১১ মে, ২০২৫) এমসিএমসি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বে পরিচালিত হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, এই উদ্যোগটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) পর্যন্ত ওষুধ সরবরাহের কার্যকারিতা প্রদর্শনের জন্য একটি পাইলট প্রকল্প।

এছাড়াও এর লক্ষ্য হলো দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম এবং সঠিক রাস্তা অবকাঠামোবিহীন স্থানসহ দুর্গম এলাকায় থাকা সম্প্রদায়ের জন্য ওষুধের অ্যাক্সেস দ্রুততার সঙ্গে নিশ্চিত করা।

পাইলট প্রকল্পের প্রথম ধাপটি বছরের চতুর্থ প্রান্তিকে দুটি নাদি কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত করে পরিচালিত হবে এবং ২০২৬ সালে ১৫০ এবং পরের বছর ৩৯২টিতে সম্প্রসারিত করা হবে।

এমসিএমসি জানিয়েছে, এই প্রকল্পটি পুত্রজায়ার লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ, বিশেষ করে গ্রামীণ সম্প্রদায়ের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা।

 সূত্র: মালয় মেইলবারনামাফ্রি মালয়েশিয়া টুডেমালয়েশিয়াকিনি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।