জগন্নাথপুর টাইমসসোমবার , ১২ মে ২০২৫, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইউকেবিআরইউ এর টাওয়ার অব লন্ডন পরিদর্শন : জানা হলো দাঁড়কাকের ১৮ শতকের গল্প

Jagannathpur Times Uk
মে ১২, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ শাহেদ রাহমান : 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি (ইউকেবিআরইউ) এর টাওয়ার অব লন্ডন পরিদর্শন এবং জানা হলো দাঁড়কাকের ১৮ শতকের গল্প ।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গত ১১ মে ২০২৫, রবিবার দুপুরে টাওয়ার অব লন্ডন পরিদর্শনে গিয়েছিলাম। পরিদর্শন করে অনেককিছু দেখলাম, জানলাম বিস্ময়কর তথ্য।
বিশেষকরে টাওয়ারের ভিতরে দাঁড়কাকের ১৮ শতকের গল্প।
টাওয়ার অব লন্ডনে যে ছয়টা দাঁড়কাক থাকে, তারা কখনো এই দুর্গ ছেড়ে চলে গেলে রাজপরিবার ও রাজত্বের পতন হবে।
আসলে কি তাই? সত্য মিথ্যা যাচাই করতে হলে আপনাকে একবার হলেও টাওয়ার অব লন্ডন ভ্রমণ করা আবশ্যক বলে আমি মনে করি।
তাছাড়া ঐতিহাসিক নির্দশন গুলো দেখার জন্য এই টাওয়ার এর প্রতিটি ভবন ও মিউজিয়াম দেখা জরুরী।

আসুন সংক্ষেপে জেনে নেই —ব্রিটেনের অন্যতম ঐতিহাসিক পর্যটন আকর্ষণ টাওয়ার অব লন্ডন সম্পর্কে ।

টাওয়ার অব লন্ডন পর্যটকদের জন্য এক বিস্ময়কর জায়গা।

তবে টাওয়ার অব লন্ডনের এত এত আকর্ষণের মধ্যে একটা জিনিস বেশ অন্য রকম—এখানের দাঁড়কাক! যেটা আমি শুরুতেই বলেছি।

হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও দাঁড়কাক এখানকার ভীষণ জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ অংশ। টাওয়ার অব লন্ডনের দাঁড়কাকদের ঘিরে প্রচলিত আছে অনেক পুরনো কুসংস্কার, যা ব্রিটেনের মানুষ আজও বিশ্বাস করে।

এখানকার দাঁড়কাকেরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজা দ্বিতীয় চার্লসের সময় থেকে, যখন রাজাকে কেউ জানায় যে টাওয়ার অব লন্ডনে যে ছয়টা দাঁড়কাক থাকে, তারা কখনো এই দুর্গ ছেড়ে চলে গেলে রাজপরিবার ও রাজত্বের পতন হবে।

সে সময় এখানে বসবাস করত ছয়টা দাঁড়কাক। রাজা তখন নির্দেশ দেন, যে করেই হোক এই দাঁড়কাকগুলোকে রক্ষা করতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যেন তারা টাওয়ার ছেড়ে না যায়। সেটা ১৮ শতকের গল্প।সেই থেকে এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে টাওয়ার অব লন্ডনে সব সময় অন্তত ছয়টা দাঁড়কাক থাকতেই হবে।

আমরা দাঁড়কাক গুলোকে দেখেছি। পরে জুয়েল রুমে কোহিনূর হীরা বসানো রাজমুকুট থেকে শুরু করে আর্মারি জাদুঘরে বিভিন্ন সময়ে ব্রিটেনের রাজাদের যুদ্ধের পোশাক, অস্ত্রসহ নানা রকম ঐতিহাসিক জিনিসগুলো দেখার সুযোগ হয়েছিল ।

টাওয়ার অফ লন্ডনের অবস্থান :

টাওয়ার অফ লন্ডন মূলত বেশ কয়েকটি টাওয়ারের সমন্বয়ে গঠিত মধ্য লন্ডনের একটি অন্যতম ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান। মূল লন্ডন শহরের টেম্‌স্‌ নদীর তীরে টাওয়ার ব্রিজের পাশেই এই টাওয়ার অফ লন্ডন অবস্থিত।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।