জগন্নাথপুর টাইমসশনিবার , ১৫ এপ্রিল ২০২৩, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রবাস জীবনে সাংবাদিকতা বড় চ্যালেঞ্জ -ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভায় বক্তারা

Jagannathpur Times BD
এপ্রিল ১৫, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্স সংবাদদাতাঃ

ফ্রান্সে বাংলাদেশি পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুলের উপস্থাপনায় এবং প্রেসক্লাব সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ক্যাথসীমার স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়।

উপস্থিত কমিউনিটি নেতারা ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের এই ইফতার মাহফিলকে নিজেদের মধ্যকার সম্প্রীতির বন্ধন হিসেবে উল্লেখ করে বলেন, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাস জীবনে সাংবাদিকতা এক বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে প্রবাসে শত সীমাবদ্ধতার মধ্যে ও দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, কমিউনিটি নেতা মিজান চৌধুরী মিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব সভাপতি ফয়সল উদ্দিন, বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি মোতালেব খান, লিগেল এইডের পরিচালক আজাদ মিয়া, এমসি ইন্সটিটিউটের প্রিন্সিপাল বদরুল বিন হারুন ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স সভাপতি এলান খান, প্যারিস-বাংলা প্রেসক্লাব সভাপতি শাহ সুহেল, সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক অপু আলম, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, এনটিভির ইউরোপ প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স সভাপতি তাজ উদ্দিন, দৈনিক মুক্ত খবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, মতামত ডটকম সম্পাদক চৌধুরী মারুফ অমিত, ওয়েভটিভি চেয়ারম্যান বদরুল বিন আফরোজ, সাংবাদিক নাজমুল ইসলাম রাজু, জাকির হোসেন, হাবিবুল্লাহ ফাহাদ, বিডি ফার্নিচার এর মাসুদ মিয়া, বেংগল স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি ফারুক শোহেব, এইস মার্কেটের ম্যানেজার আমজাদ হোসেন, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ইন ফ্রান্সের জিসাদ রহমান, হবিগঞ্জ কমিউনিটি ইন ফ্রান্সের চৌধুরী ফাহিম, ফেনী সমিতি প্যারিস সভাপতি কুতুবউদ্দিন জিকো, গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন সভাপতি মাসুদ রানা ও বাংলাদেশ ফার্নিচারের বিএম সেলিম রেজা প্রমুখ।

কমিউনিটি সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি নজমূল কবির, আবদুল আজিজ সেলিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, নুরুল আলম মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, নির্বাহী সদস্য নিয়াজুদ্দীন চৌধুরী হীরা ও সদস্য খলিল জামাল প্রমুখ।

বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।