জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৩ মে ২০২৫, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে সমাবেশ

Jagannathpur Times Uk
মে ১৩, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

আওয়ামীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে শহীদ মিনারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

স্বৈরাচার, অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক ইউনূস সরকার দ্বারা অবৈধ ভাবে উপমহাদেশের প্রাচীন এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে প্রাঙ্গণে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

গত ১১  মে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাক্তন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারউজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, সহ সভাপতি শাহ আজিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,
মাসুক ইবনে আনিস, আস ম মিসবাহ, শাহ শামীম আহমদ , সারব আলী, তারিফ আহমদ, সৈয়দ সুরুক আলি ও কাউসার চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ব্রিকলেনের রাস্তায় এক বিক্ষোভ মিছিলে উত্তাল স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার বজ্রনিনাদে মুখরিত হয় সমাবেশস্থল।
বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন
ড. ইউনুস, ও আসিফ নজরুলদের ব্রিটেনে অবাঞ্চিত ঘোষনা, আওয়ামীলীগকে নিষিদ্ধ করে দিলেই শেষ নয়, আওয়ামীলীগ আর দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে, অতীত ইতিহাস তাই বলে। অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছে তাতে বাংলার জনগণের সাথ প্রবাসীরাও হতবাক ও ক্ষুব্ধ। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো দিবস হিসেবে চিহ্নিত থাকবে। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, আজ স্বাধীন দেশে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে জনগণের ম্যান্ডেটহীন অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকার। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলার মাটিকে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূলবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতাবিরোধীদের নগ্ন উল্লম্ফনকে প্রশ্রয় দেওয়া। আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে বিশ্বময় প্রবাসীরা।

বক্তারা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন শুধু একটি রাজনৈতিক দল নয়,এটি একটি স্বাধীন রাষ্ট্র বিনির্মানে মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী কোটি বাঙালির আবেগ অনুভূতির নাম । যতদিন বাঙালি, বাংলাভাষা পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামিলীগ গণমানুষের সংগঠন হিসেবে নিপীড়িত বাঙালির হৃদয়ে থাকবে ।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।