জগন্নাথপুর টাইমস ডেস্ক :
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষকগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক -শিক্ষিকা, প্রধান শিক্ষক-শিক্ষিকা,কাব শিক্ষক, বিদ্যালয় ও কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার ( (১৪ মে ২০২৫খ্রি)) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার।
সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন- সহকারী শিক্ষকা ক্যাটাগরিতে হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি রানী দেব, সহকারী শিক্ষক ক্যাটাগরিতে গনেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদ সাদি, প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে জগদিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মত সেলিনা বেগম, প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শাহারপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম , কাব শিক্ষক ক্যাটাগরিতে পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ কর্মচারী ক্যাটাগরিতে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিস এর উচ্চমান সহকারী মৃদুল চন্দ্র দাস সহ সকলকে শ্রেষ্ঠত্বের মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, ও অফিস সহায়কবৃন্দ।
মাহাবুবুল আলম এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম বারের মত জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষায় যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। যা এই অঞ্চলের শিক্ষার মান বাড়াতে সহায়ক হবে।