জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট রিসোর্স সেন্টারে ইংরেজি শিক্ষা, প্রশিক্ষন কোর্স, গ্রন্হাগারের উদ্বোধন

Jagannathpur Times Uk
মে ১৫, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান :

জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট রিসোর্স সেন্টারে ইংরেজি ভাষা শিক্ষা, সেলাই প্রশিক্ষন কোর্স ও গ্রন্হাগার উদ্বোধন এবং উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান মোঃ আব্দাল মিয়ার সভাপতিত্বে ও শিক্ষার্থী শামীম আহমদ ও ফয়জুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ আবু হুরায়রা সাদ মাষ্টার।

বক্তব্য রাখেন, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি এম এ সত্তার, ট্রাষ্টি ছমির আলী, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুর উপজেলা পেশাজিবী শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আহমদ মনি, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রশিদ আহমেদ চৌধুরী, শিক্ষার্থী নাজিফা আক্তার, ট্রাষ্টের প্রাক্তন শিক্ষার্থী শামিম আহমদ, সুমন আহমদ, শিক্ষার্থী মঈনুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী মোঃ মারুফ আহমদ ও গীতা পাঠ করেন মলয় সূত্রধর প্রমূখ।

প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীর উদ্যোগ গ্রহন করায় বক্তারা বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সকল সম্মানিত ট্রাষ্টিদের প্রতি কৃতজ্ঞতা যানান এবং মৃত ট্রাষ্টিদের রুহের মাগফিরাত কামনা করেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট রিসোর্স সেন্টারে প্রশিক্ষন গ্রহন করার কারনে কর্মক্ষেত্রে তাদের নিজ নিজ সাফল্যের কথা তুলেধরেন। তাদের এই সাফল্যের জন্য জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সকল ট্রাষ্টি ও রিসোর্স সেন্টারের প্রশিক্ষকগন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ইংরেজি ভাষা শিক্ষা, সেলাই প্রশিক্ষন কোর্স ও গ্রন্হাগার এর উদ্বোধন করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।