জগন্নাথপুর টাইমসবুধবার , ২১ মে ২০২৫, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কর্মশালা : শিক্ষার্থীদের আর্থিক ও বিনিয়োগ ব্যবস্থাপনা শিখতে হবে- প্রফেসর আশরাফুল আলম

Jagannathpur Times Uk
মে ২১, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক সিলেট :
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেয়ার মার্কেটে বিনিয়োগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের উদ্যোগে এবং এসআইইউ ব্যবসায় প্রশাসন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, ব্যবসায় এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নাঈমা মাসউদ নীলা এবং বাংলাদেশ ইন্সটিউটটিউট অব ক্যাপিটাল মার্কেটের ডেপুটি পরিচালক মো: সিরাজুল ইসলাম এসিএস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই আর্থিক ও বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে।

তিনি বলেন, এসআইইউ শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়, প্রাত্যহিক জীবনের নানা দক্ষতা দিয়েও শিক্ষার্থীদের গড়ে তুলতে চায়। তাই, ক্যাপিটাল মার্কেট বিষয়ক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরী।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী অধ্যাপক এসএস কালাবিন সালিমা, প্রভাষক ফাহিমা আক্তার এবং আদনান আহমেদ।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মহসীন হোসাইন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিত্যানন্দ বর্মণ। কর্মশালায় বিবিএসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের গুরুত্ব, বিও একাউন্ট খোলা ও পরিচালনার নিয়মকানুন ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।