নিজস্ব প্রতিবেদক, সিলেট :
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে প্রকাশিত নিউজ লেটার ‘এসআইইউ ইংলিশ ভয়েসেস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিউজ লেটার প্রকাশ বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্কৃতির অন্যতম একটি অংশ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার ঘটনা প্রবাহ পাওয়া যায়। তিনি বলেন, ইংরেজি বিভাগের এ উদ্যোগ তাদের সৃজনশীলতার পরিচয় বহন করে। ‘ইংলিশ ভয়েসেস’ তাই শুধু একটি নিউজ লেটার নয়, এটিকে আমরা ইংরেজি পরিবারের নিত্যদিনের ঘটনা প্রবাহের একটি শাব্দিক দলিল বলতে পারি।
ইংরেজি বিভাগের প্রধান,সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের প্রভাষক এস.কে.শাহরিয়ার এবং প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন খালেদ হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ডক্টর মো. রেজাউল কবির, আইন বিভাগের প্রধান সোহেল হাবিব নওরোজ, সিএসই বিভাগের প্রধান ওমর ফারুক জাহাঙ্গীর এবং আইন বিভাগের কো অর্ডিনেটর সামিউর রশীদ চৌধুরী।
আলোচনার শুরুতেই অতিথিরা নিউজ লেটারের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘এসআইইউ ইংলিশ ভয়েসেস’ এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিগত সময়ের বিভিন্ন একাডেমিক ও কো কারিকুলাম কার্যক্রমের নির্বাচিত খবর এবং চিত্র প্রকাশিত হয়েছে।