জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৭ মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ দেখা গেছে সৌদিতে : যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে ঈদ ৬ জুন

Jagannathpur Times Uk
মে ২৭, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। যুক্তরাজ্যসহ মুসলিম অন্যান্য দেশে ঈদ পালিত হবে ৬ জুন, শুক্রবার। এ হিসেবে বাংলাদেশে ঈদ পালিত হবে ৭ জুন ইনশাহআল্লাহ।

মঙ্গলবার (২৭ মে) ছিল জিলক্বদ মাসের ২৯ তারিখ। এ দিন চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশটিতে ২৮ মে, বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজেই অনুষ্ঠিত হয় পবিত্র হজ এবং ঈদুল আজহা।

এই মাসের ৮ তারিখে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা, চলবে ১৩ তারিখ পর্যন্ত। আর এই জিলহজের ১০ তারিখে উদযাপিত হয় মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
সূত্র: গালফ নিউজ

যুক্তরাজ্যের লন্ডনসহ অন্যান্য শহরে মুসলমানেরা ঈদুল আযহা ২০২৫ উদযাপনে প্রস্তুতি নিচ্ছেন।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশী মুসলিমদের মাঝে ঈদের প্রস্তুতি চলছে পুরোদমে। অনেকেই কোরবানীর জন্য প্রস্তুতি নিচ্ছেন স্বদেশে। কেউ কেউ ইংল্যান্ডেই কোববানী দিবেন বলে ভাবছেন।

বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকা ও শপিং সেন্টার ঘুরে দেখা গেছে — পবিত্র ঈদুল আযহা সামনে রেখে লন্ডনজুড়ে প্রবাসী মুসলিমদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

এদিকে লন্ডনের সুপারমার্কেট ও হালাল দোকানগুলোতেও ঈদ উপলক্ষে বাড়তি কেনাকাটার ভিড় দেখা যাচ্ছে।

এই ঈদ উৎসব প্রবাসী বাংলাদেশী, মুসলিমদের জন্য শুধু ধর্মীয় নয়, বরং একটি সামাজিক যোগাযোগ, যেখানে ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা সামনে চলে আসে এবং সেই শিক্ষা দেয়।

ঈদুল আযহাকে কেন্দ্র করে লন্ডনের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে ইতোমধ্যে ঈদ নামাজের সময়সূচির প্রকাশের প্রস্তুতি চলছে ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।