মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) পুর্ব লন্ডনের পিউর চা-ই কনফারেন্স রুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠানে এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেন- সংগঠনের সাবেক সভাপতি, অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহ-সভাপতি জামাল খান, এসিসটেন্ট সেক্রেটারি এস কে এম আশরাফুল হুদা, এসিসটেন্ট সেক্রেটারি মির্জা আবুল কাসেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান অলি, ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, শামীম আশরাফ ও মোঃ মুন্না মিয়া প্রমুখ ।
ব্যাপক আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রজেক্ট শীঘ্রই বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজেক্ট গুলো হচ্ছে—
১. ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৫ আগামী জুলাই এর মধ্যে বাস্তবায়ন করা।
২. আসন্ন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২৫ বাস্তবায়নে সাবকমিটিকে সহযোগিতা করে টুনামেন্টকে সফল করে তুলতে ২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় সকল সদস্যবৃন্দ নিউহাম লেজার সেন্টারের সামনে উপস্থিত থাকার আহ্বান।
৩. রিপোর্টিং ট্যুর বার্মিংহামে শেক্সপিয়রের বাড়ি ভ্রমণের মাধ্যমে আগামী আগস্ট মাসে করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং একমাস পূর্বে তারিখ নির্ধারণ করে গ্রুফে সবাইকে জানিয়ে দেওয়া।
৪. শীঘ্রই সংগঠনের সদস্যদের সাংবাদিকতার উপর প্রশিক্ষনের ব্যবস্থা করা।
৫. ডক্টর আনসার আহমদ উল্লাহকে জুলাই মাসে সংবর্ধনা প্রদান করা।
বিবিধ আলোচনায় আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেন সদস্য বৃন্দ, যা পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
সংবাদ বিজ্ঞপ্তি