ফজরুল হক এনাম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগী প্রতিনিধি মরহুম আব্দুল মালিক (সিহান) এডভোকেট স্মরণে ও তাহার রুহের মাগফিরাত কামানায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২০.০৬.২৫) সন্ধ্যায় “বিশ্ব” স্বজন” ফাউন্ডেশন বাংলাদেশ” এর উদ্যোগে সিলেটের স্থানীয় ফার্মিস গার্ডেন হোটেল এন্ড রেস্টুরেন্টে শোক সভায় , সংগঠনের প্রধান সমন্বয়ক এডভোকেট আলা উদ্দিন এর সভাপতিত্বে ও সহযোগী সমন্বয়ক এডভোকেট মখলিসুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের সহ মরহুমের সহপাঠী, সহকর্মী বিজ্ঞ আইনজীবী, স্বজন, বন্ধু ও পরিবারে সদস্যরা।
উক্ত সভায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ “স্বজন” ফাউন্ডেশনের সদস্য আফজাল হোসেন।