মালয়েশিয়া প্রতিনিধি:
আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরোমে কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি দাতুশ্রী কামরুজ্জামান কামাল। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, আওয়ামীলীগ নেতা সাঈদ সরকার ও মাসুদুল আলম রনি।
আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশ সৃষ্টি ও বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরেন বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের জন্য। পথ চলা হোক সংগ্রামের মধ্য দিয়েই। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর সংগ্রাম নিয়ে আলোচনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলোও বক্তব্যে তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ৭৬ বছরের আওয়ামী লীগের ইতিহাস নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। সকল অন্যায়-অবিচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে দেশ ও জাতিকে মুক্ত করার গৌরবময় ইতিহাসই আওয়ামী লীগের ঐতিহ্য। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন, তখন তিনি ছিলেন টগবগে তরণ। পরে তিনিই হয়ে উঠেন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে শেখ হাসিনার সৈনিকরা ঐক্যবদ্ধ এবং যেকোনো ইস্যুতে শেখ হাসিনার নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।
সভায় বক্তব্য রাখেন, এ আর মো: মামুন, রাজিব আহমেদ, বশির আহমদ ফারুক, মো: বারেক, বরদা ভূষণ রায় লিটন, আক্তার হোসেন মিয়াজী, মো: নয়ন হোসেন কাজল, মো: খাইরুল ইসলাম, রাসেল শিকদার, ছাদ্রলীগ নেতা মওদুদ মোল্লা প্রমূখ।
আলোনা সভা শেষে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আশা নেতাকর্মীর উপস্থিতিতে কেক কেটে আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।