জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

Jagannathpur Times Uk
জুন ২৬, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

লন্ডনে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিপুল সংখ্যক ক্রীড়ামোদীদের উপস্থিতিতে ৭ম লুয়েট ব্যাডমিন্টন টুর্নামেন্টের সম্পন্ন হয়েছে. ।

লন্ডনে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকের উদ্যোগে গত ২২’শে জুন ২০২৫ ইং রোববার সারাদিন ব্যাপী বিলাতের লুটন শহরের ‘ভেন্যু ৩৬০’ স্পোর্টস সেন্টারে ‘৭ম লুয়েট ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টকে সকলের অংশগ্রহণের সুবিধার্থে খেলোয়াড়দের যোগ্যতা অনুযায়ী বরাবরের মতোই ‘ক‍্যাটাগরী – এ’ এবং ‘ক‍্যাটাগরী -বি’ এই দুই বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের এ টুর্নামেন্টের বিজয়ীরা হলেনঃ
ক্যাটাগরী ‘এ’ চ্যাম্পিয়ন (এনাম + রিপন), রানার্স আপ (বুলবুল + সাইদুল), তৃতীয় স্থান (আব্দুল কুদ্দুস + মুনতাসির) এবং চতুর্থ স্থান (রাজন + তাজুল) জুটি।
এছাড়াও ক্যাটাগরী ‘বি’ চ্যাম্পিয়ন (সুমন + সোয়েব), রানার্স আপ (জুনায়েল + মিলন), তৃতীয় স্থান (সাহেদ + নিপু) এবং চতুর্থ স্থান (মনসুর + একরাম) জুটি।

খেলা শেষে লুয়েট সভাপতি সাহেদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কবির আহমেদ সোহেলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আশিক মিয়া, মকসুদ রহমান, ফয়ছল আলী, তেরা মিয়া, আব্দুল হাফিজ ফজলু, মনসুর আহমদ, লাল মিয়া, মাসুম মিয়া, শেখ নজরুল ইসলাম, বদর উদ্দিন এনাম, সাহাব উদ্দিন রোহেল, আবু হানিফ, নজমুল করিম রাহী প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।