সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন হয়েছে ।
গ্রেইট ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশী রিপোর্টার্সদের প্রতিনিধিত্বকারী মিডিয়া সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৬ জুন) নিউহ্যাম লেজার সেন্টারে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ার রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ সভাপতি জামাল আহমদ খান।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী এমডি সুয়েজ মিয়া, আব্দুল বাছির, শামীম আশরাফ, আব্দুল মুমিন, আলমগীর হোসেন, আব্দুল মুনিম, জাকির হোসেন, আলা উদ্দিন ও দিলোয়ার হোসেন প্রমুখ৷
খেলায় চ্যাম্পিয়ান ট্রফি ও প্রথম পুরস্কার পেয়েছেন দিলোয়ার ও আক্কাছ জুটি।