জগন্নাথপুর টাইমসশনিবার , ২৮ জুন ২০২৫, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার কোর্স চালু

Jagannathpur Times Uk
জুন ২৮, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক :

উত্তরা বিশ্ববিদ্যালয়ে ২৭শে জুন ২০২৫ খ্রিস্টাব্দে অফিসিয়ালি জাপানি ভাষা কোর্স উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা।

তিনি তাঁর বক্তৃতায় বিশ্বায়নের এই যুগে জাপানি ভাষাশিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

গেস্ট অব অনার এবং মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

অধ্যাপক আলম তাঁর কী-নোট বক্তৃতায় জাপানে উচ্চশিক্ষা ও জীবনযাপন বিষয়ে আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হাসপিয়া বসিরুল্লাহ, জাপানি ভাষা প্রোগ্রামের সমন্বয়কারী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান, নবনিযুক্ত জাপানি ভাষার খণ্ডকালীন প্রভাষক মিজ ফজিলাতুন নেছা (শিউলী)।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মিজ সাজেরিন তাবাসসুম।

এই প্রোগ্রামের সাথে বাংলাদেশে “রেইওয়া” প্রকাশনী কর্তৃক প্রকাশিত “মিন্না নো নিহোনগো” বইটির ২য় মুদ্রণের মোড়ক উন্মোচন করা হয়।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বৈধভাবে প্রকাশিত “রেইওয়া” প্রকাশনীর বই ব্যবহারে বদ্ধ পরিকর বলে মত প্রকাশ করেন।

প্রায় ২০০ জন্য শিক্ষার্থী এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জুলাই মাসের ২য় সপ্তাহ থেকে জাপানি ভাষার ক্লাস শুরু হবে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।