জগন্নাথপুর টাইমসশনিবার , ২৮ জুন ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালন

Jagannathpur Times Uk
জুন ২৮, ২০২৫ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের উদ্যেগে লন্ডনে শহীদ জননী জাহানারা ইমামের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ।
অনুষ্ঠানের শুরুতে জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাহানারা ইমামের গণ আদালত গঠন ও আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য গঠনে জাহানারা ইমাম কিভাবে তরুণদের যুক্ত করেছিলেন সেই প্রেক্ষিত নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ডক্টর আনসার আহমদ উল্লাহ।

স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিসা গাজী। আলোচকদের বক্তব্যে বার বার যে কথাটি উচ্চারিত হয়েছে তা হলো, শ্রদ্ধেয় জাহানারা ইমাম যে উদ্দেশ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেছিলেন এবং দেশবাসীর উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথ পালন করতে হবে। একাত্তরের ঘাতকদের বিচার সম্পন্ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’ অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে ছিল জাহানারা ইমামের স্মরণে তাঁকে উৎসর্গিত কবিতা ও আবৃত্তি ।
জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ বই থেকে পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন, স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি শামীম আজাদ, উপদেষ্টা সদস্য হরমুজ আলী, কবি হামিদ মোহাম্মদ, মাসুক ইবনে আনিস, মাহফুজা তালুকদার, মুজিবুল হক মনি ও ধনঞ্জয় পাল।
কবি শামীম আহমেদ, আতাউর রহমান মিলাদ ও কবি মিল্টন রহমানের লেখা কবিতা আবৃত্তি করেন উর্মি মাজহার, কবি জুয়েল রাজ এর লেখা কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন এবং কবি দিলু নাসেরের লেখা কবিতা আবৃত্তি করেন নিলুফা ইয়াসমীন হাসান।
মৃত্যুর আগে জনগণের উদ্দেশ্যে জাহানারা ইমাম যে চিঠি লিখে গেছেন তা পাঠ করে শুনান নজরুল ইসলাম আকিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা মতিয়ার চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বেলাল, সহ সভাপতি জামাল খান ও নাজমা হোসেন। আরো উপস্থিত ছিলেন সত্যব্রত দাশ স্বপন, মাহমুদ হাসান মিঠু, লিপি ফেরদৌসী, হাফসা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে উদিচী সত্যেন সেন স্কুলের শিল্পী নুরুল ইসলাম ও অসীমা দের নেতৃত্বে সমবেত কন্ঠে পরিবেশন হয় ‘মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।’

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।