জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বৃহত্তর শাহার পাড়া সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভার প্রথম পর্বে বৃহত্তর শাহার পাড়া সমিতি সিলেটের গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
দ্বিতীয় পর্বে বৃহত্তর শাহার পাড়া সমিতি সিলেটের অন্যতম উপদেষ্ঠা অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালী সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি এবং অ্যাডভোকেট মো. রাশেদুল হক কামালী জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
তৃতীয় পর্বে সমিতির উপদেষ্ঠা মরহুম মো. মমিনুল হক কামালী (সূফি মিয়া) এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহত্তর শাহার পাড়া সমিতি সিলেটের সভাপতি মো. আতাউর রহমান কামালী’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালী, শাহ আব্দুল হারুন, এহিয়া কামালী, শেখ লুৎফুর রহমান কামালী, আলা মিয়া, আব্দুল বারী, আব্দুল কাইয়ূম লুলু, মো. জাকারিয়া কামালী, সৈয়দ মবশি^র আলী, মো. শাহেদ মিয়া, মো. শামীম আহমদ কামালী, অ্যাডভোকেট রাশেদুল হক কামালী, ফুয়াদুর রহমান শিহাব কামালী, রূপন জায়গীরদার, শফিউর রহমান, জাহেদ কামালী, তাজুদ কামালী, মনসুর আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি