জগন্নাথপুর টাইমসবুধবার , ২ জুলাই ২০২৫, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান সম্পন্ন

Jagannathpur Times Uk
জুলাই ২, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট, জগন্নাথপুর টাইমস :

শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সিলেটে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।

বুধবার ( ০২ জুলাই ২০২৫) সকাল ১১ ঘটিকায় ঐতিহ্যবাহী সিলেট এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সেমিনার হলে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আকমল হুসেন।

বিভাগীয় প্রধান তৌফিক ইজদানি চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: মুহাম্মদ আলাউদ্দিন খান।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ  প্রফেসর পরাগ কান্তি দেব ও সিলেট সরকারী মহিলা কলেজের প্রফেসর নাসিমা হক খান।

উক্ত অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের ১৭ জন সুবিধাবন্চিত, মেধাবী শিক্ষার্থীদের মহসীন ফাউন্ডেশনের পক্ষ থেকে বাৎসরিক বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মহসীন ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা সৈয়দ মহসীন আলীর ভূয়সী প্রশংসা করেন। প্রতি বছর বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলার অনেক স্কুল ও কলেজের দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে এ ফাউন্ডেশনের ভূমিকার কথা স্বীকার করেন।

উল্লেখ্য যে মহসীন ফাউন্ডেশন প্রতি বছর বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।