রিয়াজ রহমান,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :
একটি শক্তিশালী, টেকসই সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রবাসীরা এওআইসি ফাউন্ডেশন নামের একটি আন্তর্জাতিক মানের সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
শনিবার (৫ জুলাই) দুপুরে জগন্নাথপুর মডেল মসজিদ হলরুমে উক্ত সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের উপদেষ্টা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা আফজল হোসাইনের ব্যবস্থাপনায় এবং সমাজ সেবক রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, সিলেট জজ কোর্ট এর এপিপি এডভোকেট ইয়াসীন খান, শিক্ষাবীদ মাওলানা দরছ উদ্দিন, মাওলানা নেছার উদ্দিন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আশিক মিয়া, নূরেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক হারুন মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, যুবনেতা মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, সমাজ সেবক যুবনেতা রেজাউল করিম রিপন, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মাওলানা হোসাইন আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, দসমাজ সেবক তারেক আহমদ মিঠু, শিবলী মিয়া, মুক্তিযোদ্ধা ময়না মিয়া সমাজ সেবক সাজু মিয়া, ইব্রাহিম খলিল,ওয়াকিব মিয়া, মাষ্টার জয়নাল আবদীন প্রমূখ। ক্বারী আব্দুল আউয়াল এর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়া সাধারন সভায় বক্তারা একটি আন্তর্জাতিক মানের সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে পিছিয়ে থাকা গ্রামীন জনগোষ্ঠীকে আধুনিক ও কর্মক্ষম জনগোষ্ঠীতে রূপান্তর করার উদ্যোগ গ্রহন করায় এওআইসি ফাউন্ডেশনের সকলকের প্রতি কৃতজ্ঞতা জানান। সাধারণ সভায় ইসলামী সংগীত পরিবেশন করেন আহম্মেদ মুক্তাকী বিন কবীর।