মৌলভীবাজার সংবাদদাতা :
মৌলভীবাজারে বিভিন্ন বিদ্যালয়ে মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারে “রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়র— ১০ জন শিক্ষার্থী বৃত্তির অর্থ/ অনুদান পেল।
পাশাপাশি এই স্কুলের প্রধান শিক্ষকের জন্য একটা ডেস্ক এর অর্থ প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।
এর আগে গত ৫ জুলাই ২০২৫, শনিবার, মহসীন ফাউন্ডেশন এর উদ্যোগে আরেকটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মৌলভীবাজার শ্রীমঙ্গলের প্রাইম ব্যংক লিমিটেডের ম্যানেজার ও এভিপি- কামরুল হাসান ফাততাহ ও মৌলভীবাজার কমলগন্জ লাউয়াছড়া পুনজিক মন্ত্রী ফিলা পতমী ।
এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে মৌলভীবাজার শ্রীমঙ্গলের লাউয়াছড়া খাসিয়া পুন্জি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ২১ জন ছাত্রছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এদিকে গত ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে পৃথক আরেকটি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, সাবেক শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পরিষদ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মহসীন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মহসীন আলী উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রত্যেক ক্লাসের দুইজন করে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থী ফাউন্ডেশনের পক্ষ থেকে এককালিন বাৎসরিক বৃত্তি গ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা — মহসীন ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা সৈয়দ মহসীন আলীর ভূয়সী প্রশংসা করে বলেন- শিক্ষার সামগ্রিক উন্নয়নে এ বৃত্তি যেন দীর্ঘদিন চলমান থাকে ।
সংবাদ বিজ্ঞপ্তি