জগন্নাথপুর টাইমসশনিবার , ১৯ জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সোনালী অতীত ইউকের- উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০ জুলাই শুরু, ফাইনাল ৩ আগস্ট

Jagannathpur Times Uk
জুলাই ১৯, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্কঃ 

বৃটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে আগামী ২০ জুলাই রোববার ডেগেনহামস্থ ববি মোর স্পোর্টস হাব-এ (ফুটবল গ্রাউন্ডে) প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গ্রেটার সিলেট উপজেলা অপেন এইজ ফুটবল টুর্নামেন্ট। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বৃহত্তর সিলেটের ৪টি জেলার ১৪টি টিম অংশগ্রহণ করবে ।

এরপর ৩ আগস্ট রোববার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । খেলা উপভোগ করার জন্য বৃহত্তর সিলেটের প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন সোনালী অতীত ইউকের নেতৃবৃন্দ ।

সম্প্রতি পূর্ব লন্ডনের খ্রিষ্টান স্ট্রিটস্থ হারকনেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী অতীত ইউকের ট্রেজারার সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইস্তা মিয়া, ভাইস প্রেসিডেন্ট আরজ আলী, নির্বাহী সদস্য আব্দুল কাশেম, হাফিজুর রহমান লাকু, ফুয়াদ আহমেদ, জামাল উদ্দিন ও সিরাজ মিয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, রেজাউল করিম মৃধা ও এনাম চৌধুরী।

ফুটবলের যৌবনে যারা মাঠের নায়ক সেই সাবেক তারকা ফুটবলাররাই এবার তরুণ সমাজকে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন । এবারের টুর্নামেন্টে অনেক তরুণ ফুটবলার অংশ গ্রহণ করবেন। ব্রিটেনজুড়ে ফুটবলের জাগরণ ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করছে সোনালী অতীত ইউকে। দুই দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- বালাগঞ্জ, বড়লেখা, বিয়ানীবাজার, বিশ্বনাথ, ছাতক,দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার সদর, নবীগঞ্জ, ওসমানী নাগর ও সিলেট সদর উপজেলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।