রিয়াজ রহমান :
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সর্বত্র ঘন ঘন লোডশেডিং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এক ঘন্টা পরপর অব্যাহত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রচন্ড এই গরমে ঘনঘন লোডশেডিং এর কারনে শিশু, বৃদ্ধ, রোগীসহ সবাই চরম কষ্টে রয়েছে।পৌর শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোতেও বার বার লোডশেডিং হচ্ছে, কোথাও কোথাও একটানা ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে বাসা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সব খানেই দেখা দিয়েছে স্থবিরতা।
ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারছে না, অনলাইনে ক্লাস ও ব্যাহত হচ্ছে, ব্যবসায়ীরা পড়ছে লোকসানের মুখে । সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকেরা লোডশেডিং এর প্রতিবাদ জানাচ্ছেন। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন না হলে গণ অসন্তোষ বাড়তে পারে বলে অনেকে মনে করছেন।
উপজেলাবাসী বিদ্যুৎ বিভাগের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবী জানিয়েছেন।