জগন্নাথপুর টাইমসবুধবার , ৩০ জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে সফররত অধ্যক্ষ সাব্বির আহমদ পূর্বলন্ডনে সংবর্ধিত

Jagannathpur Times Uk
জুলাই ৩০, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

যুক্তরাজ্যে সফররত শিক্ষাবিদ, রোটারিয়ান অধ্যক্ষ সাব্বির আহমদ লন্ডনে এক প্রীতি সংবর্ধনা সভায়— বন্ধু-স্বজন, শিক্ষানুরাগী, সমাজকর্মী, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, ছাত্র-শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ‍্যোগে চিলাউড়া গ্রামের কৃতিসন্তান, শিক্ষাবিদ, সিলেটের ঐতিহ্যবাহী দয়ামীর ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ সাব্বির আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মছব্বির আহমদের পরিচালনায় ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল খায়েরের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রীতিসংবর্ধনা সভা যেন — কমিউনিটির শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কবি- সাহিত্যিক, সংস্কৃতিকর্মি ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।

সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আতিকুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি আলা উদ্দিন।

সংবর্ধিত অতিথি দয়ামীর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ সাব্বির আহমদকে ফুল দিয়ে বরণ করেন, সংগঠনের সাবেক সভাপতি যথাক্রমে আংগুর মিয়া, আব্দুল তাহিদ, ও সংগঠনের উপদেষ্টা মুতাহার হোসেন তারা মিয়া।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—
যুক্তরাজ্যের বারজেস হিল কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর তফজ্জুল হোসেন,  টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান হারুন রশীদ, সাংবাদিক- কবি আবু সুফিয়ান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট গুলজার হোসেন গুলফর মিয়া,  জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি চন্দন মিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হামলেটসের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন- সংগঠনের কোষাধ‍্যক্ষ‍্য সাদিকুর রহমান ইয়াওর মিয়া,আব্দুস শহীন খাঁন, কমিউনিটি একটিভিস্ট আবদুস সাত্তার সাজ্জাদ, ইমরান উদ্দিন, কনর উদ্দিন।

উপস্থিত ছিলেন ছইল মিয়া, হোসেন আহমদ, রফিকুল আলম হীরন, মুজাহিদ মিয়া, ইমরান আহমদ, সায়েক এম রহমান ও শফিউল আলম বাবু, বাদশা মিয়া লস্কর, ইস্তাব উদ্দিন, জুলু মিয়া চৌধুরী, আকিকুর রহমান চৌধুরী জুবের, প্রমুখ।

এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ সাব্বির আহমদকে চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির সমাপনি বক্তব্যের মাধ‍্যমে উপস্থিত সবাইকে ধন‍্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং পরে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়।

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।