জগন্নাথপুর টাইমসশনিবার , ২ আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন

Jagannathpur Times Uk
আগস্ট ২, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

যুক্তরাজ্যে বসবাসরত সিলেট শহরতলীর বৃহত্তর কামালবাজার এলাকার প্রবাসীদের সামাজিক সংগঠন গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ২৯ শে জুলাই ইষ্ট লন্ডনের একটি অভিজাত হলে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের সাধারণ সভায় ট্রাস্টিদের সর্বসম্মতিতে ১৫ সদস্যের নতুন কার্য়কারী কমিটির চেয়ারপারসন এমদাদুর রাহমান এমদাদ, সেক্রেটারি বখতিয়ার খাঁন ও ট্রেজারার হারুনুর রশীদকে দ্বায়িত্ব দেওয়া হয়।

কমিটির অন্য দায়িত্বশীলরা হচ্ছেন ভাইস চেয়ারপারসন যথাক্রমে আব্দুল বাছিত চৌধুরী ও মোহাম্মদ আব্দুল আহাদ, এসিসটেন্ট সেক্রেটারি সাহেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, এসিসটেন্ট ট্রেজারার আজাদ আলী এবং প্রেস এন্ড আইটি সম্পাদক হাফিজুর রহমান।

এ কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে কুতুব উদ্দিন খাঁন, আব্দুল শহীদ, আব্দুল মুকিত নানু, শাহ আলম হুবেব, আব্দুল মান্নান ও মাহবুব আহমেদ ।

এবারের কমিটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ট্রাস্টিদের সর্বসম্মতিতে অনেক তরুণ এক্টিভিস্টদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে যাদের মাধ্যমে সংগঠনটি আরও দূরদর্শিতা দেখাবে বলে ট্রাস্টিরা মনে করেন।

উল্লেখ্য গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে প্রতিষ্টার পর থেকে কমিউনিটির সহায়ক ও আর্তমানবতায় নিরলস ভূমিকা রাখছে, সংগঠনটির বৈচিত্র্যময় কার্যক্রম ও বৃটেনে বসবাসরত কামাল বাজার প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরণের এক্টিভিটিস ইতিমধ্যেই কমিউনিটিতে প্রংশসা ও নজর কেঁড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।