এসকেএম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস ডেস্কঃ
যুক্তরাজ্যে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের কমিটি গঠিত : সভাপতি সাইদুর রহমান রানু, সম্পাদক অদুদ আলম ।
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণের লক্ষ্যে ৮১ সদস্য বিশিষ্ট এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখা গঠন করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব সাইদুর রহমান রানু আর সম্পাদক হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ও মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম।
গত ৩১ জুলাই মরহুম সাইফুর রহমানের জৈষ্ঠ পুত্র ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান যুক্তরাজ্যে সফরকালে প্রবাসী মৌলভীবাজারবাসীর দাবির প্রেক্ষিতে কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির পক্ষ থেকে আগামী ৫ সেপ্টেম্বর লন্ডনে মরহুম এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৮১ সদস্য বিশিষ্ট এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের এই কমিটিতে সাইদুর রহমান রানু সভাপতি,অদুদ আলম সম্পাদক ছাড়াও শরীফুজ্জামান চৌধুরী তপনকে সিনিয়র সহ-সভাপতি,আব্দুল ওয়াহিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোয়লেহীন করিম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এছাড়া পরবর্তীতে আরো ২০ জন সদস্য অর্ন্তভূক্ত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি