জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

Jagannathpur Times Uk
আগস্ট ৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি :

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।

সোমবার (৪ আগষ্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া লিডাশীপ ফাউন্ডেশনের কার্যালয়ে সাবেক এই রাষ্ট্রনেতার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈশ্বিক মুসলিম চ্যালেঞ্জ, সামাজিক ও শিক্ষামূলক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাহাথির বিন মোহাম্মদ ড. মাওলানা শোয়াইব আহমদকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে শততম জন্মবার্ষিকীতে প্রবীণ এ রাষ্ট্রনায়ককে শুভেচ্ছা জানান ড. শোয়াইব আহমদ। তিনি মাহাথির মোহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ড. শোয়াইব আহমদ বলেন, ‘ড. মাহাথির একজন কিংবদন্তি রাষ্ট্রনায়ক। তাঁর দূরদর্শিতা ও নীতিনিষ্ঠতা মুসলিম বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা।’

তিনি আরও বলেন, ‘মাহাথির বিন মোহাম্মদ নিছক রাজনীতিবিদ নন; তিনি মানবতার পক্ষে দৃঢ কণ্ঠ এবং মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক। ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম ইস্যুতে তাঁর অবস্থান অসাধারণ সাহসিকতার প্রতীক।’
ড. মাহাথিরও ড. শোয়াইব আহমদের আন্তর্জাতিক পরিমন্ডলে অবদানের প্রশংসা করেন এবং উভয়েই মুসলিম ঐক্য, ইনসাফ ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে তুন ড. মাহাথির বিন মোহাম্মদকে নিয়ে খচিত আলোকচিত্র ঘুরে দেখেন মাওলানা শোয়াইব আহমদ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।