আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি :
আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।
সোমবার (৪ আগষ্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া লিডাশীপ ফাউন্ডেশনের কার্যালয়ে সাবেক এই রাষ্ট্রনেতার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈশ্বিক মুসলিম চ্যালেঞ্জ, সামাজিক ও শিক্ষামূলক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাহাথির বিন মোহাম্মদ ড. মাওলানা শোয়াইব আহমদকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে শততম জন্মবার্ষিকীতে প্রবীণ এ রাষ্ট্রনায়ককে শুভেচ্ছা জানান ড. শোয়াইব আহমদ। তিনি মাহাথির মোহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ড. শোয়াইব আহমদ বলেন, ‘ড. মাহাথির একজন কিংবদন্তি রাষ্ট্রনায়ক। তাঁর দূরদর্শিতা ও নীতিনিষ্ঠতা মুসলিম বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘মাহাথির বিন মোহাম্মদ নিছক রাজনীতিবিদ নন; তিনি মানবতার পক্ষে দৃঢ কণ্ঠ এবং মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক। ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম ইস্যুতে তাঁর অবস্থান অসাধারণ সাহসিকতার প্রতীক।’
ড. মাহাথিরও ড. শোয়াইব আহমদের আন্তর্জাতিক পরিমন্ডলে অবদানের প্রশংসা করেন এবং উভয়েই মুসলিম ঐক্য, ইনসাফ ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে তুন ড. মাহাথির বিন মোহাম্মদকে নিয়ে খচিত আলোকচিত্র ঘুরে দেখেন মাওলানা শোয়াইব আহমদ।