জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরেই দেশে ফিরবেন তারেক রহমান : সিলেটের ওসমানীনগরে হুমায়ুন কবির

Jagannathpur Times Uk
আগস্ট ৭, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির জানিয়েছেন, চলতি বছরেই দেশে ফিরবেন তারেক রহমান।

বিগত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সাথে থেকে সঞ্চিত অভিজ্ঞতা থেকে শিখেছেন অধিকার না ছাড়ার। দল চাইলে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, উন্নয়নের ব্যাপারে সবসময় তার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া জুলুমকারীদের বিচারের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট)  বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে উপজেলাবাসী ও বিএনপির এর অঙ্গ সংগটনের ব্যানারে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপলো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানীর সভাপতিত্বে এবং আলাউরহমান ইয়ার ও আব্দুর রবের যৌথ সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপর সহসাংগঠনি সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, সাবেক বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ^নাথ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও সুহেল আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন নুনু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণগ্রাম হযরত শাহ জালাল সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুশাররফ হোসেন, উপজেলা কাজী ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী,সুলেমান মেম্বার, সাইস্তা মিয়া মেম্বার, সাহেদ রব্বানী, হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ এনায়েত হোসেন, আব্দুর রউফ, সাজ্জাদুর রহমান, আব্দুর রব, শাহ জাহাঙ্গির মিয়া, ইয়াওর আলী, পারভেজ মিয়া, শিপু চৌধুরী, আনা মিয়া, সমর আলী, হেলাল মিয়া, দুলাল মিয়া, দবির মিয়া, আলাউর রহমান, জামেল মিয়া, দিদার মিয়া।

সুধি সমাবেশে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।