জগন্নাথপুর টাইমসবুধবার , ১৩ আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঝাঁকজমকপূর্ণ পরিবেশে লন্ডনে “শিল্পী শফিকুন্নূর স্মরণানুষ্ঠান” সম্পন্ন

Jagannathpur Times Uk
আগস্ট ১৩, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

কমিউনিটির সংস্কৃতিমনা বিশিষ্টজনের উপস্থিতিতে, ঝাঁকজমকপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে লন্ডনে “শিল্পী শফিকুন্নূর স্মরণানুষ্ঠানে” সম্পন্ন হয়েছে।

গানপ্রিয় শ্রোতাদের কাছে ডাকসাইটে শিল্পী হিসেবে পরিচিত শিল্পী শফিকুন্নূর। তার সুর আর দরাজ কন্ঠের জাদুতে অনেক অপ্রচলিত পল্লিগান অমরতা পেয়েছে, তিনি ছিলেন একজন খ‍্যাতিমান গীতিকারও।

তাকে স্মরণ করতে গত ১১ আগস্ট সোমবার লন্ডনের“ ব্রাডি আর্টস সেন্টারে” আয়োজন করা হয় এ “ স্মরণানুষ্ঠানটি। অসংখ্য ভক্ত শ্রোতাদের আগমনে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল ।

“শিল্পী শফিকুন্নূর স্মৃতি সংসদ যুক্তরাজ্যের “ উদ‍্যেগে প্রথম পর্বে তার গানের গ্রন্থ “ শফিকুন্নূর সমগ্র “ এর মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধরী।
বিলেতের জনপ্রিয় শিল্পীদের উত্তরীয় পড়িয়ে দেন আহ্বায়ক ইন্জিনিয়ার হাবিবুর রহমান ও সদস‍্য সচিব সামছুল ইসলাম রুবেল।

দ্বিতীয় পর্বে তার গান পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পীবৃন্দ । পুরো অনুষ্ঠানে শিল্পী শফিকুন্নূরের গান গেয়ে শুনান উপস্থিত বিলেতের গুণি শিল্পীরা। তাঁর ভক্ত শ্রোতাদের হ্রদয়ে শিল্পীকে আবারো স্মরণ করিয়ে দিলেন গানের মাধ্যমে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।