মুহাম্মদ শাহেদ রাহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
লন্ডনে গীতবীণা “র শুভযাত্রা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধান্জলি, গীতবীণা “র শুভযাত্রা, সাংস্কৃতিক সন্ধ্যায়— সম্মাননা গ্রহণ করে গুণিজনেরা বলেন, একটি ফুল মানে একটি ভাল কাজ। আমরা যদি ভাল কাজ , সৃজনশীল কাজ করে যেতে পারি প্রতিদিন। তাহলে মনে করতে হবে একটি ফুল ফুটানো গেল।
লন্ডনে এই প্রবাস জীবনে থেকে সংস্কৃতিচর্চা চালিয়ে যাওয়া সহজ কথা নয়, যারা করছেন তাদের প্রতি হৃদিক ভালোবাসা।
বক্তারা আরো বলেন- বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধান্জলি, গুণিজন সম্মাননা ও গীতবীণা “র শুভযাত্রায় অভিনন্দন। তাদের মুক্তবুদ্ধির চর্চা হোক দীর্ঘস্থায়ী।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি সেন্টারে সংস্কৃতিপ্রেমি ও বিশিষ্টজনের উপস্থিতিতে এ মনোমুগ্ধকর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গীতবীণা “র উপদেষ্ঠা, স্বদেশ বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সরদার।
হলভর্তি উপস্থিত দর্শকবৃন্দ পিনপতন নিরবতায় রবীন্দ্র সংগীত উপভোগ করেন।
শুরু থেকেই গীতবীণা “র পরিবেশনায় সংগীত পরিবেশন করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন— শিল্পী সুনীতা চৌধুরী, মিতালী বনোয়ারী ও রুমী হক।
এ অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন- রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনসুরা বেগম, মোস্তাফা কামাল মিলন ও ডক্টর শ্যামল চৌধুরী প্রমুখ।
সঙ্গীত-নৃত্যে অসামান্য অবদান রাখার জন্য গীতবীণা গুণিজন সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তর হলেন— একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনসুরা বেগম।
অনুষ্ঠানে গীতবীণা পক্ষ থেকে গুণিজনদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।