জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের কার্যক্রম নিয়ে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
আগস্ট ২৮, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ আগস্ট)বিকেলে পূর্বলন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মেটারনিটি হাসপাতালের উপদেষ্টা, রাগিব-রাবিয়া কলেজের অধ্যাপক ও ওয়েসিস হাসপাতালের ডিরেক্টর ডাঃ মুস্তাক আহমেদ রুহেল।

সভায় সভাপতিত্ব করেন মেটারনিটি হাসপাতালের সভাপতি আব্দুছ ছোবহান । এ সভা যৌথভাবে পরিচালনা করেন ফাউন্ডার লাইফ মেম্বার আশরাফুল হুদা ও সালেহ আহমেদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর আখলাকুর রহমান পান্না, ফাউন্ডার লাইফ মেম্বারদের মধ্যে মোহাম্মদ রুহানি, মোহাম্মদ আলি, সৈয়দ রফিকুল হক, জান্নাতুল ইসলাম বাবুল, শামিম আশরাফ ও ইসলাম উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন হোসেন আহমেদ, আমিনুর রহমান সেলিম, মির্জা আবুল কাসেম, রেজাউল ইসলাম, সেলিম মিয়া, কামাল আহমেদ, সুলতান আহমেদ, জুনেদ আহমেদ, সেলিম খান, কামরুল হাসান, গোলাম মস্তফা খান, গিয়াস আহমেদ, খলিলুর রহমান প্রমুখ।

বক্তব্যে ডা. মুস্তাক আহমেদ রুহেল বলেন, যত দ্রুত সম্ভব আমরা মেটারনিটি হাসপাতালের প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কয়েক দিনের মধ্যেই আমরা প্রথম তলার কাজ সম্পন্ন করে এন্টি ও পোস্ট ন্যাটাল সেবা কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি। এ কাজে যুক্তরাজ্য ও ইউরোপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।