মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।
গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপ গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। ব্রাইটন উপকূলে আয়োজিত আনন্দঘন এই ট্রিপে সাউথ ইস্ট রিজিওনের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে সামার ট্রিপটি এক মিলন মেলায় পরিনত হয়। লন্ডন থেকে বাস যোগে যাত্রাকালে উপস্থিত সদস্যবৃন্দ গান কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশনের মাধ্যমে যাত্রাকালকে উৎসবমুখর করে তুলেন।
উপস্থিত সকলকে স্বাগত জানান সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর ও সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ। এসময় উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রিয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, প্রিন্সিপাল সানাওয়র আলী কয়েছ, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, সহ সভাপতি এম এ গফুর ও মির্জা আফসর বেগ, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালিক কুটি, ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক, ট্রেজারার সালেহ আহমদ মেম্বরশীপ সেক্রেটারী আলহাজ্ব ফারুক মিয়া, আবাব মিয়া (দারোগা) আবদুল কাদির, শরীফ আহমেদ, জগম্বর আলী, বাউল শাহ দেলওয়ার, বাউল করিম উল্লা, আলাউর রহমান অলি, ফয়েজ আহমেদ, ওয়ালিদুর রহমান, গিয়াস মিয়া, আজম আলী চৌধুরী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, তামান্না বেগম, রহিমা বেগম, রত্না চৌধুরী প্রমুখ।
ট্রিপে সাউথ ইস্ট রিজিওনের ওমেন সেক্রেটারী মিসেস ইমদাদুন খানের সৌজন্য খাবার পরিবেশন করা হয়।