সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কালচারেল সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর আবদুল আজিজ তকি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউন্সিলর মুজিবুর রহমান জসিম। সর্বসম্মত সিদ্ধান্তে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে ডা. মোখলেসুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম অকিব নির্বাচিত হন। জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সাধারণ সভা শেষে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি ডা. মোখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও সংগ্রামের নানা দিক উঠে আসে আবেগঘন পরিবেশে। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, কাউন্সিলর আহবাব হোসেন, মোস্তাক আহমদ কামরান, সাংবাদিক কামরুল আই রাসেল এবং ড. আজিজুল আম্বিয়া প্রমুখ।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। মুক্তির গান ও দেশাত্মবোধক সুরে মঞ্চ মাতান বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী। আবৃত্তির আবেগঘন পরিবেশনায় দর্শকদের হৃদয় ছুঁয়ে যান স্মৃতি আজাদ, ইয়াসমিন মাহমুদ পলিন ও নজরুল ইসলাম অকিব। অনুষ্ঠানজুড়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি