জগন্নাথপুর টাইমসবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লন্ডনে ‘হৃদয়ে ৭১’র সমাবেশ

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

ঢাকায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে লন্ডনে গত ৩১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে সংগঠন ‘হৃদয়ে ৭১’ এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীদের সংগঠন ‘হৃদয়ে ৭১’ এ আয়োজন করে।

সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান এবং সঞ্চালনা করেন লেখক ও গবেষক শাহ ফারুক আহমদ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান, আলা উদ্দিন, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, সাংস্কৃতিক কর্মী মুজিবুল হক মণি, মানবাধিকার কর্মী আব্দুর রাজ্জাক মোল্লা, এম সালা উদ্দিন, পিকলু শেখ, ফজলে রাব্বি, মুর্শিদ উদ্দিন আহমেদ, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, আলী আকবর চৌধুরীসহ অনেকে।

বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের রাজধানীতে মুক্তিযোদ্ধাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও গলা চেপে ধরা হবে-এমন দৃশ্য আমরা কখনো কল্পনা করিনি। এ ঘটনা প্রমাণ করে স্বাধীনতা বিরোধী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। বক্তারা অভিযোগ করেন, সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। তারা উল্লেখ করেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হামলাকারীরা প্রকাশ্যে মিছিল সহকারে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালালেও পুলিশ ভিকটিমদেরই গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়েছে। হামলাকারীদের একজনের পরিচয়ও প্রকাশ করা হয়-শাকিব আহমদ, যিনি মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা এবং ছাত্র শিবিরের ক্যাডার বলে দাবি করা হয়। বক্তারা আরও বলেন, সংবিধান ও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যদি অপরাধ হয়, তবে এর দায়ভার বর্তমান সরকারের। সরকার দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। প্রতিদিন তৌহিদি জনতা ও জুলাই যোদ্ধা পরিচয়ে জঙ্গিরা মবের রাজত্ব চালাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করছে। সংবাদ বিজ্ঞপ্

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।