রিয়াজ রহমান:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপি,র অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার বড় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পূর্বে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সভাপতিত্ব ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক এডভোকেট জামাল উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, রাজশাহী বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য ডাঃ একেএম রিয়াজ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক দল সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই খেলাধুলার উন্নয়নে বিশ্বাসী। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির তারুণ্যকে সুস্থ ও শক্তিশালী করে তোলে। অথচ এ অঞ্চলে খেলাধুলার জন্য কোনো আধুনিক অবকাঠামো নেই। এজন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— বিএনপি ক্ষমতায় এলে এ এলাকায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই স্টেডিয়াম শুধু খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেবে না, বরং নতুন প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বড় ভূমিকা রাখবে।
আমরা চাই আমাদের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক, দেশের নাম বিশ্বে উজ্জ্বল করুক। এ সময় কেন্দ্রীয় বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং চিলাউড়া গ্রাম বাসী সহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচে সানজানা এ্যলিভেন স্টার কে ১-০ গোলে হারিয়ে চিলাউড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।