জগন্নাথপুর টাইমসসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালাবাজার গণপাঠাগারের উদ্যোগে এমএজি ওসমানীর জন্মবার্ষিকী পালন

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি আতাউল গণি ওসমানীনগর ১০৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের উদ্যোগে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রবাসী সংবর্ধনা প্রদান করা হয়।
গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুকিত আজাদের সভাপতিত্বে ও প্রভাষক ইব্রাহিম কয়েছ ও পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আরজু মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ভাষাতত্ব ও গবেষক ড. মোহাম্মদ আব্দুল হান্নান।

বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক কবি লেখক ও মানবাধিকার সংগঠক গাজী মুস্তাফিজুর রহমান, পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি লেখক সাংবাদিক ডাঃ গিয়াস উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিবাগের সহকারী অধ্যাপক কৃপাসিন্ধু দেব, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঠাগারের কোষাধ্যক্ষ বশির মিয়া, উপজেলা পুস্তক সমিতির সভাপতি বশির মিয়া, পাঠাগারের দপ্তর সম্পাদক ফুরাই দেবনাথ, পাঠক সদস্য সাজ্জাদ আলী, ফারুক মিয়া, আলাল মিয়া, সানুর মিয়া ও দিপু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত ও পবিত্র গীতা পাঠ করেন পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ডাঃ মুকুন্দ লাল নাথ।

অনুষ্ঠানে জেনারেল আতাউর গণি ওসমানীর জীবনীর উপর রচনা প্রতিযোগীয় বিজয়ী ২০জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।